
ফ্রিল্যান্সার ওয়েবসাইটি মুক্ত পেশাজিবীদের জন্য বেশ জনপ্রিয় মাধ্যম, বিশেষ করে নতুনদের জন্য। নতুনরা সাধারনত এই ওয়েবসাইটেই প্রথম একাউন্ট খুলে থাকেন। তবে মার্কেটপ্লেসে একাউন্ট খোলার আগে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখা জরুরীঃ
- ভালোভাবে কাজ শিখার আগে কোন মার্কেটপ্লেসে একাউন্ট খুলবেন না, অন্যথায় আপনার প্রোফাইল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা ৯৯%! (বেশিরভাগ মার্কেটপ্লেসে আপিনি নেশনাল আইডিকার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করতে হবে তাই জীবনে দ্বিতীয়বার আপনার নামে একাউন্ট খুলতে পারবেন না)
- একাউন্ট খোলার সময় কোন ফেক তথ্য দিবেন না
- আপনার একাউন্টের নাম, এন আইডি এবং ব্যাংক একাউন্ট সব যাগায় নাম জন্ম তারিখ ইত্যাদি একই হতে হবে
- অন্যদের প্রোপাইলের তথ্য বা প্রোটফোলিও কপি পেস্ট করবেন না। (রিপোর্ট করলে প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে)
ফ্রিল্যান্সিং প্রোফাইল খোলার পূর্বে অন্য যে পোস্টগুলো আপনার পড়া জরুরী
- ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং ট্রেনিং সেন্টারগুলোতে যেভাবে ঠকতে পারেন
- ফ্রিল্যান্সিং কে পেশা হিসাবে নিতেহলে যেই বিষয় গুলা অবশ্যই জানতে হবে
- গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহীদের জন্য গাইডলাইন
- গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন? কোথায় শিখবেন?
- জানুন কিভাবে ডিজাইনারদের ভবিষ্যত অসাম হয়!
- ফ্রিল্যান্সার দের কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন?
- আপনি যে কারনে ডিজাইনার হতে পারবেন না (Case Study)
অন্যান্য ফ্রি কোর্স সমূহ:
- ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্স – (সম্পূর্ণ ফ্রি)
- ডিজাইন মার্কেটপ্লেস অথরশিপ (ফ্রি কোর্স)
- ফাইবার ফুল কোর্স
- ফ্রিল্যান্সারদের জন্য ইজি ইংলিশ কোর্স
অনেকে আমাদের ফেসবুক গ্রুপে ফ্রিল্যান্সারে একাউন্ট খোলা বা কন্টেস্টে জয়েন করার নিয়ম জানতে চান। তাদের সুবিধার্তে ইউটিউব থেকে কয়েকটি ভিডিও শেয়ার করা হল।
ফ্রিল্যান্সারে একাউন্ট খোলা ও প্রোফাইল সাজানোর নিয়ম
ফ্রিল্যান্সার এ ডিজাইন কন্টেস্টে জয়েন করার নিয়ম
ফ্রিল্যন্সারে প্রোফাইল খুলে জবে বিড করার নিয়ম
ভিডিও ক্রেডিটঃ ’লার্ন উইথ সোহাগ’ ইউটিউব চ্যানেল
5 thoughts on “Freelancer.com এ একাউন্ট খোলা ও বিড করা নিয়ম সহ বিস্তারিত গাইডলাইন”
Yes
i
yes
Sir , ami freelancing er kaj shikte chai …kintu kivbe kono way passi na
ফজর আলী