এ কোর্সের মাধ্যমে এমন সফলতার কারন কি?
আমাদের কোর্স ফলো করে সফলতা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এর শিক্ষা পদ্ধতি। শুধুমাত্র ডিজাইন টুল বা ডিজাইন করার উপায় শিখিয়ে কোর্স শেষ হয় না বরং ডিজাইন শিখে মেম্বাররা রিয়েল ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করার সুযোগ পান। স্টুডেন্টদের করা কাজের মধ্যে যে ভুলগুলো করেন তা ধরিয়ে দেন কোর্স অথর আবু নাছের এবং অন্যান্য সিনিয়র সদস্যরা।
ক্লায়েন্ট প্রজেক্টে জয়েন করার সুবিধা কি?
স্টুডেন্টরা কাজ শিখার পর প্র্যাক্টিস করার সুযোগ পায় যার ফলে আন্তর্জাতিক পর্যায়ের ক্লায়েন্টদের কাজের ধরন এবং মান অনুযায়ী কাজ করার অভিজ্ঞতা হয়ে যায়। আরো বড় সুবিধা হচ্ছে ওই সকল পজেক্টে যার ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করে সে স্টডেন্টকে পেমেন্ট করা হয়।