ডিজাইন শেখার জন্য প্রফেশনার ডিজাইনারদের ডিজাইন ফলো করার বিকল্প নেই। তাই যত বেশি সম্ভব অন্যের ডিজাইন গুলোকে নতুন করে ডিজাইন করবেন।
ইউনিক ডিজাইন করার জন্য প্রথমে অনলাইন থেকে ভালো ডিজাইনার এর সুন্দর একটা ডিজাইন নিবেন। তবে চেষ্টা করবেন আপনার প্রিয় কোন ডিজাইনার এর পোর্টফলিও ফলো করতে। সেটা বিহাঞ্চে বা গ্রাফিকরিভার হতে পারে। যদি ফলো করে থাকেন তাঁর কোন ডিজাইন প্রথমে কপি করেন। হুবুহু কপি করার চেষ্টা করবেন।
কপি করার সময় এইটাকে দায়িত্ব মনে করে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আমাদেরতো স্বভাব আছে দায়িত্ব ফাঁকি দেওয়ার। তাই ডিজাইন করার সময় তাড়াহুড়া না করে সময় নিয়ে করবেন, বুঝে করবেন। কি কালার ব্যাবহার করেছে? কি ফন্ট ব্যাবহার করছে? ডিজাইনে স্পেস কেমন রেখেছে?
স্মরণ রাখবেন আপনি ততক্ষণ পর্যন্ত ভালো ডিজাইন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সিনিয়র ডিজাইনারদের ডিজাইন এবং ডিজাইন ট্রেনড ফলো করবেন না।
কিভাবে ইউনিক ডিজাইন করবেন?
কপি করা ডিজাইনটিকে পরিবর্তন করেই ইউনিক করার চেষ্টা করবেন। সেম ফন্ট, কালার এবং কন্টেন্ট ব্যাবহার করবেন। জাস্ট লেআউট পরিবর্তন করার চেষ্টা করবেন। আপনি মন দিয়ে চেষ্টা করলেই পারবেন। সেই ক্ষেত্রে আপনি নিচের ভিডিওর টেকনিক ফলো করতে পারেন।
অন্যান্য যে পোস্টগুলো আপনার পড়া প্রয়োজন
- গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহীদের জন্য গাইডলাইন
- ডিজাইন রুলস – কম্পোজিশন পর্ব ৩ – ভিজুয়াল হাইরকি
- ফ্রিল্যান্সিং কে পেশা হিসাবে নিতেহলে যেই বিষয় গুলা অবশ্যই জানতে হবে
- ফ্রিল্যান্সিং বিষয়ক কমন প্রশ্নেগুলোর উত্তর
- জানুন কিভাবে ডিজাইনারদের ভবিষ্যত অসাম হয়!
- ফ্রিল্যান্সার দের কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন?
- আপনি যে কারনে ডিজাইনার হতে পারবেন না (Case Study)