How to create PayPal account from Bangladesh
পেপাল বাংলাদেশ একাউন্ট আপডেট ২০২০
প্রথেম ধাপ: নীচের ভিডিও ফলো করে পেপাল একাউন্ট খুলে নিন।
এই পদ্ধতিতে আপনাকে নরওয়ের পেপাল ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। তবে আপনি বাংলাদেশি ঠিকানা এবং ফোন নাম্বার ব্যবহার করে একাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই পদ্ধতির ভিডিওটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হল। এ পদ্ধতি এখন আর কার্যকর নয় বিধায় পোস্ট টি মডিফাই করা হল। আপনাকে সহযোগিতা করতে পারছিনা বিধায় আন্তরিক ভাবে দুঃখিত। তবে ভেরিফাইড বিজনেস একউন্ট পাওয়া সম্ভব। এ বিষয়ে বাংলায় বিস্তারিত পাবেন এই পেজে
একাধিক ব্যবহার কারী কমপ্লেইন করেছেন এই পদ্ধতেতে একাউন্ট সফল ভাবে খোলা যায়। কিন্তু টাকা আসার পর পেপালের পক্ষ থেকে ভেরিফিকেশনের জন্য অন্যান্য তথ্য চাওয়া হয়। যেগুলো সাধারণত অধিকাংশ বাংলাদেশিদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। যার ফলে একাউন্ট হোল্ড করে দেওয়া হয়। তাই ভিডিওটি আমাদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হল।
পেপাল একাউন্ট বাংলাদেশে খোলা যায় না, সমাধান কি?
আপনি যদি ফ্রিল্যান্সর বা এ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন আপনার জন্য পেওনিয়ারই বেস্ট। আপনি যে কোন দেশের ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট এবং গ্লোবাল পেমেন্ট এর মাধ্যমে সহজে পেমেন্ট নিয়ে আসতে পারবেন।
বেশিরভাগ এ্যাফিলিয়েট কমিশন পেপালের পাশাপাশি ই.উ.এস ব্যাংকে ট্রান্সফার করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে আপনি পেওনিয়ারে দেওয়া ই.উ.এস ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারেন।
যারা ই-কমার্স মার্চেন্ট তাদের জন্য পেপাল সমস্যার সমাধান
আপনার বিজনেস ইনভেস্টমেন্ট যদি বেশি হয় তালে আপনি এ্যামিরিকান এল.এল. সি ঠিকানা এবং এমপ্লয়ি আইডেনটিফিকেশন নাম্বার EIN নিতে পারেন। যেহেতু আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিতে পারবেন না কারণ এটি ই.উ.এস এর প্রধান আইডি এবং শুধু মাত্র ই.উ.এস সিটিজেনদেরই থাকে। এটার অল্টারনেট আপনি EIN ব্যবহার করেতে হবে যা নন ই.উ.এস সিটিজেনরাও পেয়ে থাকে।
এর পাশাপাশি আপনার ইন্ডিভিজুয়াল টেক্স আইডেনটিফিকেশন নাম্বার প্রয়োজন হেবে ITIN যেগুলো মাধ্যমে আপনি লিগাল পেপার্স পাবেন পেপাল ভেরিফাই করার জন্য। এই ধরণের সার্ভিসের জন্য অনেক অনলাইন প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও এই ধরণের সার্ভিস ফাইবারেও পাবেন। সাধারণত এর জন্য আপনাকে ২০০-৫০০ ডলার খরচ করতে হতে পারে। এছাড়াও আনার পিজিকাল ঠিকানা এর জন্য মাসিক ১০০ বা কিছু বেশি খরচ করতে হবে। বিস্তারিত নিচের ভিডিওতে দেখুন। এখানে স্ট্রাইপের কথা বললেও মূলত একই ধরণের পেপার্স প্রয়োজন হয়।
তবে আপনি যদি ক্রেডিট কার্ড প্রসেসরের কথা ভেবে থাকেন তাহলে স্টাইপ থেকে ২ চেকাউটই বেটার কারণ আপনি ট্রেড লাইসেন্স ছাড়া শুধু মাত্র এ্যাড্রেস ভেরিফিকেশেন করে একাউন্ট করেছি। এ বিষয়ে জানতে আগ্রহ হেলে কমেন্টে বা ইমেইল করে জানাবেন। আমি বিস্তারিত পোস্ট লিখবো বা ভিডিও ক্রিয়েট করবো।
পেপালের টাকা বাংলাদেশে আনার জন্য আপনি পেওনিয়ার থেকে পাওয়া ব্যাংক একাউন্ট ব্যবহার করবেন । আমি পেপালের টাকা নিয়মিত পেওনিয়ারে ব্যাংক একাউন্টে ট্রন্সফার করি। ১% চার্জ দিতে হয়, এছাড়াও পেপালে টাকা রিছিভ করতে এরাউন্ড ৫% দিতে হয় যেহেতু আমার বিজনেস একাউন্ট।
পেপাল থেকে কেন পেওনিয়ার ভালো তা জানতে নিচের ভিডিও দেখুন
দ্বিতীয় ধাপঃ নিচের ভিডিও ফলো করে পেওনিয়ার একাউন্ট খুলে নিন, একাউন্ট খোলার লিংক
সর্বশেষ ধাপ: পেপালের টাকা বাংলাদেশে আনার জন্য আপনাকে পেপালের সাথে পেওনিয়ার কানেক্ট করতে হবে, সে ক্ষেত্রে আপনি নিচের ভিডিও ফলো করুন। পেওনিয়ারের ফি এবং টাকা উইথড্র এর বিষয়ে বিস্তারিত জানতে এই পোস্টে দেখুন
পেমেন্ট মেথড বিষয়ক অন্যান্য পোস্ট:
- পেওনিয়ার মাস্টার কার্ডের ফি এবং আবেদন প্রক্রিয়া ২০১৯
- পেপাল এবং পেওনিয়ার কোন পেমেন্ট মেথড ভালো বাংলাদেশি ফ্রীলেন্সারদের জন্য ?
- জেনেনিন কিভাবে অনলাইনে আয় করা টাকা পকেটে ঢুকাবেন
- ১ পিসেতে কয়টা ফাইভার/আপওয়ার্ক/পেওনিয়ার একাউন্ট খোলা যায়
গ্রাফিক ডিজাই এবং ফ্রিল্যান্সিং বিষয়ক প্রয়োজনীয় আর্টিকেল
- গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহীদের জন্য গাইডলাইন
- ফ্রিল্যান্সিং কে পেশা হিসাবে নিতেহলে যেই বিষয় গুলা অবশ্যই জানতে হবে
- আপনি যে কারণে ডিজাইনার হতে পারবেন না (Case Study)
- গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন? কোথায় শিখবেন?
- ফ্রিল্যান্সিং বিষয়ক কমন প্রশ্ন গুলোর উত্তর
- ফ্রিল্যান্সার দের কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন?
অন্যান্য ফ্রি কোর্স সমূহ:
- ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্স – (সম্পূর্ণ ফ্রি)
- ফাইবার ফুল কোর্স – (সম্পূর্ণ ফ্রি)
- English course (100% FREE)
এই পস্টে আপনি এই প্রশ্নগুলো উত্তর পাবেন। Paypal in Bangladesh. How to cree PayPal in Bangladesh 2020. How to use verified Paypal in Bangladesh. Hoa w to create PayPal account from Bangladesh. Paypal Bangladesh. How to bring money from PayPal in Bangladesh. Paypal money to Bangladesh. Transfer money from PayPal to Bangladesh. How to transfer PayPal fund to Payoneer. How to bring PayPal fund to Payoneer master card. How to verify PayPal account from Bangladesh
4 thoughts on “বাংলাদেশ থেকে ভেরিফাইড পেপাল ব্যবহার করার নিয়ম”
One of the most essential & helpful article for me. Wanna try it soon….
can i use current address or any other POSTAL CODE during ordering the Payoneer card, though postal coad is not exist in my document(passport)?
account to korse but master card lagbe
Kibabe bKash korbu