বাংলাদেশে ফাইভারে অনেক সেলার রয়েছে। যাদের সবাই পেওনিয়ারের মাধ্যমে টাকা বাংলাদেশে আনেন। তবে চাইলে আপনার ওয়াইজের মাধ্যমেও টাকা বাংলাদেশে আনতে পারেন।
এখন প্রশ্নে আসতে পারে ওয়াইজে আনলে কি লাভ? পেওনিয়ার তো ভালো রেট দেয়।
আপনি সঠিক বলেছেন ভালো রেট দেয় তবে আপনি চাইলে ওয়াইজে এনে কিছুটা বেশি পেতে পারেন। সেটা কিভাবে? চলুন এক্সপ্লেইন করছি।
ফাইভার থেকে দুই পদ্ধতিতে ওয়াইজে টাকা আনা যাবে।
১) ফাইভার > পেওনিয়ার > ওয়াইজ > বাংলাদেশ ব্যাংক
তবে সে ক্ষেত্রে আপনার পেওনিয়ার কার্ড থাকতে হবে অথাবা আপনার পরিচিত কারো। আপনি আপনার ওয়াইজ একাউন্টে পেওনিয়ার কার্ড দিয়ে ডলার লোড করবেন। সেটা ব্যংক ট্রান্সফার করবেন। আপনি পেওনিয়ার ডলার ওয়াইজের ডলার কারেন্সিতে লোড করতে পারবেন না। আপনি পেওনিয়ার ডলার কার্ডের ব্যালেন্সে ওয়াইজের GBP কারেন্সিতে আনতে পারবেন।
পেওনিয়ার ২% টাকা চার্জ করে যেখানে ট্রান্সফারওয়াইজ ১% চার্জ করে। আবার আপনি যদি পেওনিয়ার থেকে ওয়াইজে নেন তাহলে আপনাকে গুনতে হবে এক্সট্রা ১%। সুতরাং হিসাব সমান সমান। তবে লাভ হচ্ছে আপনি সরকারি যে ২% বোনাস পাবেন সেট।
২) ফইভার > পেপাল > উইএস ব্যাংক > বাংলাদেশে ব্যাংক
শুধু মাত্র যারা বিভিন্ন পদ্ধতিতে পেপ্যাল ব্যবহার করেন তাদের জন্য প্রযোজ্য। এই পদ্ধতিতে আপনি ফাইভারের টাকা পেপ্যালে নিবেন সেটা আবার ওয়াইজ থেকে পাওয়া ইউএস ব্যাকে নিবেন। এ ক্ষেত্রেও পেপ্যালে রিসিভ চার্জ নেই তবে উইএস ব্যাংক ট্রান্সফার ফি রয়েছে। পেপ্যাল টু ওয়াইজ নিয়ে বিস্তারিত এই পেজে
পেমেন্ট মেথড বিষয়ক অন্যান্য পোস্ট:
- পেওনিয়ার মাস্টার কার্ডের ফি এবং আবেদন প্রক্রিয়া ২০১৯
- পেপাল এবং পেওনিয়ার কোন পেমেন্ট মেথড ভালো বাংলাদেশি ফ্রীলেন্সারদের জন্য ?
- বাংলাদেশ থেকে ভেরিফাইড পেপাল ব্যবহার করার নিয়ম
- জেনেনিন কিভাবে অনলাইনে আয় করা টাকা পকেটে ঢুকাবেন
- ১ পিসেতে কয়টা ফাইভার/আপওয়ার্ক/পেওনিয়ার একাউন্ট খোলা যায়
- ফ্রিল্যান্সার.কম থেকে কিভাবে মানি উইথড্রো করবেন?