
- October 23, 2019 |
- গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস
গ্রাফিক রিজার্ভ মার্কেটপ্লেস নন-এক্সক্লুসিভ অথরশিপ (বিস্তারিত)

গ্রাফিক রিজার্ভ বাংলাদেশি একমাত্র ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গ্রাফিক ডিজাইন মাইক্রো-স্টক মার্কেটপ্লেস।
আপনি ভালো ডিজাইন জানলে গ্রাফিক রিজার্ভে আপনাকে স্বাগতম।
গ্রাফিক রিজার্ভ বেনিফিট
গ্রাফিক রিজার্ভ নন-এক্সক্লুসিভ মার্কেটপ্লেস, আপনি যদি ফ্রিপিক কন্ট্রিবিউটর বা গ্রাফিক রিভারের অথর হয়ে থাকেন তাহলে একই প্রোডাক্টগুলো গ্রাফিক রিজার্ভে পাবলিশ করতে পারবেন।
কমিশন রেট:
৭০% অথর কমিশন। তবে নন এক্সক্লুসিভ ডিজাইনের জন্য ৫০%। এফিলিয়েট কমিশন এডজাস্ট করার পর অথর কমিশন কাউন্ট করা হবে।
যেমন: ১০ ডলার থেকে এফিলিয়েট ২০% বাদ দিয়ে যে টাকা হবে সেটার ৭০%। এখানে ১০ ডলারের কমিশন ৭ ডলার। এফিলিয়েট কমিশন যদি ২০% বাদ যায় তাহলে ৮ ডলার থেকে ৭০% কমিশন হয়ে অথর পাবে ৫.৬ ডলার। তবে অথর নিজে যদি এফিলিয়েট করে থাকে তাহলে অথর পাবে ২+৫.৬ মোট ৭.৬ ডলার।
প্রোডাক্ট এফিলিয়েট কমিশন:
আপনার লিংক থেকে এসে একাউন্ট খুলে যে কোন প্রোডাক্ট বা মেম্বারশিপ কিনলে আপনার কমিশন ২০%। এছাড়া লাইফ টাইম কমিশন ১%। সুতরাং আপনি আমাদের ফ্রি ফাইল দিয়েও এ্যাফিলিয়েট করতে পারেন। যেটা ভবিষ্যতে আপনার আয়ের পথ তৈরি করবে।
অথর রেফারাল কমিশন
এছাড়াও আপনার লিংক থেকে কোন অথর এসে একাউন্ট খুললে ২০ টা ডিজাইন এ্যাপ্রুভ হলে আপনি পাবেন ৫ ডলার বা ৪০০ টাকা কমিশন। একাউন্ট খোলার পর ড্যাশবোর্ড এ্যাফিলিয়েট মেনু থেকে সকল রিপোর্ট দেখতে পাবেন।
একাউন্ট খোলার নিয়ম
ডিজাইন আপলোড করার নিয়ম
ডিজাইন আপলোড করার নিয়ম নিচের ভিডিওতে দেওয়া হল। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। এবং নিচের থাম্বনেইল ব্যবহার করবেন। ফোল্ডারের ভিতরের রিডমি ফাইলে নির্দেশনা দেওয়া আছে।
হেল্প সেন্টার
যে কোন সহায়তার জন্য আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। গ্রাফিক রিজার্ভ ওয়েবসাইটের চ্যাট সাপোর্টের ম্যাসেজ দিবেন না। সেটা শুধু মাত্র ক্লায়েন্টদের জন্য।
2 Comments
A N M Nasir Uddin
October 25, 2019How do I upload a product?
Abu Naser
October 29, 2019আপনার অথরশিপ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। কাইন্ড-লি আপনার ডিজাইনের মান আর উন্নয়ন করে ভবিষ্যতে আবার আপলোড করবেন। ধন্যবাদ