Abu Naser
আমি আবু নাছের, নিজ উদ্যোগে ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ঘরে বসে গ্রাফিক ডিজাইন শিখেছি, ২০১০ এর নভেম্বর থেকে ২০১৩ এর জুন পর্যন্ত একটি প্রাইভেট প্রতিষ্ঠানে ডিজাইনার হিসাবে চাকুরীরত ছিলাম।
একই অফিসে চাকুরীরত অবস্থায়ই ২০১২ সাল খেকে ফ্রিল্যান্সিং করতে শুরু করি। চাকরি এবং ফ্রিল্যান্সিং এক সাথে দুইটাই বেশ কিছুদিন চালিয়ে যাই। অবশেষে ২০১৩ সালে কোম্পানির একাধিক অফার পেছনে রেখে হয়ে যাই ফুল টাইম ফ্রিল্যান্স ডিজািইনার।
ফ্রিল্যান্সার হিসাবে অদ্যাবধি ৫ শতাধিক প্রজেক্ট এবং ৩ শত এর বেশি ক্লায়েন্টের সাথে কাজ করার সৌভা্গ্য হয়েছে।
গ্রাফিক ডিজাইনার কমিউনিটি ডেভেলপমেন্টকে মাথায় রেখে ২০১৭ সালে ক্রিয়েটিভ ক্লেন এবং ২০১৮ সালে গ্রাফিক রিজার্ভ প্রতিষ্ঠা করি।