গ্রাফিক রিভার গাইডলাইন (আপলোড করার নিয়ম এবং ফ্রি মোকাপ)

গ্রাফিক রিভিার অথার গাইডলাইন

গ্রাফিক রিভার হচ্ছে ডিজাইনারদের জন্য পেসিভ ইনকামের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মাধ্যম। এই টিউটোরিয়ালে কিভাবে পেসিভ ইনকাম করা যায় এবং কিভাবে গ্রাফিক রিভারে ডিজাইন আপলোড করতেহয় বিস্তারিত উপস্থাপন করা হল।

গ্রাফিক রিভারের কিছু নিয়মকাননঃ

  • গ্রাফিক রিভারের ফাইনাল ফাইল জিপ ফাইলে দিবেন, রার ফর্মেট সাপোর্টেড না
  • মানসম্মত ডিজাইন আপলোড দিবেন, ভালোভাবে ডিজাইন না শিখে শুরু করলে হতাশ হবেন
  • মানহীন ডিজাইন আপলোড করলে মার্কেট থেকে নিষিদ্ধ হবেন
  • হার্ড রিজেক্ট (মার্কেটির অনুপোযোগী ডিজাইন) হলে সেটি আর আপলোড করতে পারবেন না। করলে মার্কেট থেকে নিষিদ্ধ হবেন
  • সফ্ট রিজেক্ট ( কিছু পরিবর্তন করতে বলবে) হলে, পরিবর্তন গুলো ভালোভাবে করে তার পর আপলোড দিবেন, পরিবর্তন না করে আপলোড দিলে ভবিষ্যতে আর নতুন ডিজাইন আপলোড করতে পারবেন না।
  • যে ডিজাইন গ্রাফিক রিভারে সেল করবেন সেটা অন্য কোন মার্কেটে সেল করতে পারবেন না, তবে কোন ক্লায়েন্ট প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তবে কিছুটা পরিবর্তন করে অন্য মার্কেটে বিক্রয় করতে পারবেন।
  • গ্রাফিক রিভারের ট্যামপ্লেট অন্য মার্কেটে সেল করলে আপনি এক্সক্লুসিভ অথর থাকবেন না, যার ফেলে রেট অনেক কম পাবেন।

ফ্রি রিসোর্স ডাইনলোড লিংক

(গ্রাফিকরিভার ডিজাইন প্রিভিউ মোকাপ ফাইল, থাম্বনেইল, রিডমি ফাইল এবং ডেসক্রেপশান HTML Code)

আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল সমূহ এখানে পাবেন

আমাদের পেইড কোসে নিয়ে বিস্তারিত এখানে দেখুন

গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং এ নতুনদের জন্য গাইডলাইন এখানে

গ্রাফিকরিভারের টেক্স ফর্ম ফিলাপ করবেন যেভাবেঃ

W form ফর্ম সাবমিট না করলে আপনার থেকে উচ্চহারে টেক্স কাটবে, কিন্তু নিচের নির্দেশনা অনুযায়ী ফর্ম সাবমিট করলে শুধু মাত্র ইউএসএ এর ক্লায়েন্টদের বেলায় টেক্স কাটবে এবং এটার হার ও কম হবে।

অন্যান্য যে পোস্টগুলো আপনার পড়া প্রয়োজন

  1. গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহীদের জন্য গাইডলাইন
  2. গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন? কোথায় শিখবেন?
  3. ফ্রিল্যান্সিং কে পেশা হিসাবে নিতেহলে যেই বিষয় গুলা অবশ্যই জানতে হবে
  4. ফ্রিল্যান্সিং বিষয়ক কমন প্রশ্নেগুলোর উত্তর
  5. ফ্রিল্যান্সার দের কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন?
  6. আপনি যে কারনে ডিজাইনার হতে পারবেন না (Case Study)

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
On Key

Related Posts

কেনভা এসেনশিয়াল টিউটোরিয়াল

কেনভা বেসিক জেনে নিন টপিক লিস্টগ্রাফিক রিভারের কিছু নিয়মকাননঃগ্রাফিকরিভারের টেক্স ফর্ম ফিলাপ করবেন যেভাবেঃঅন্যান্য যে পোস্টগুলো আপনার পড়া প্রয়োজন প্রথমে বাংলায় একটা টিউটোরিয়াল দেখে নিজের

থিমফরেস্ট এর জন্য ওয়ার্ডপ্রেস কিভাবে শিখবো?

থিমফরেষ্টের জন্য ওয়ার্ডপ্রেস শিখার বিষয়ে একটি ফেসবুক গ্রুপে মোহাম্মাদ আব্দল্লাহ নামের একজনের প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান এই উত্তর গুলো দিয়েছেন। ৫ টি বিষয় লক্ষ্য রাখবেন

freelancer pronodona

ফ্রিল্যান্সাররা পাবেন ৪% প্রনোদনা (৫৫ মার্কেটপ্লেসের ইনকামে)

বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন ফ্রিল্যান্সাররা ৫৫ টি মার্কেটপ্লেসের ইনকামে ৪% করে প্রণোদনা পাবেন। রোববার ৩০ জানুয়ারি ২০২২ বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে তথ্যপ্রযুক্তি বিভাগ স্বীকৃত এসব

Shopping Cart