আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
Creative Clan এর ”সৃজনশীল বংশধরগণ” কেমন আছেন সবাই?…
Sorry… “সৃজনশীল বংশধরগণ” … কেন বললাম এর ব্যাখ্যা একটু পরেই জানতে পারবেন।
মূলত আমি একজন Internet Marketer প্রায় ৯-১০ বছর ধরে আমি এই কাজ করে আসছি। Free SEO, SMM থেকে শুরু করে Paid Marketing অর্থাৎ Inbound Marketing এর সব কাজ আমি করেছি। যেহতেু Inbound Marketer, Website এর ধারণা তো থাকতেই হবে। HTML, CSS, JS, WordPress PHP মোটামুটি জানা আছে। কিছু Website Develope করেছি। আর শুধু তাই না Trainer হিসেবে বাংলাদেশের ১৭টি জেলায় আমার পরিচতি আছে (সব Govt. Project, Ministery of ICT থেকে পরিচালিত)।
কিন্তু এখানে একটু Problem আছে। Marketing এর কাজ এক রকম হয় না। নতুন নতুন Marketing Rules আসে, ফলে ঠিক মতো কাজ করা যায় না। আর Programing-এ আমার Interest ছিলনা। Client এর কাজ পছন্দ না হলে আবার নতুন করে Coding করতে হতো পুরা কাজ বৃথা হতো 🙁 🙁 । আর Graphic Design-এ সামান্য Edit করলে New Version করা যায়। 😀 …
… আর এই জন্য বেছে নেওয়া Graphic Design।
শুরু করলা YouTube দিয়ে। CD বা DVD কিনে টাকা নষ্ট করার দরকার কি। YouTube থেকে Tutorial দেখে দেখে Design শুরু করলাম। বেস ভালোই চলছে। কিন্তু কিছু একটার কমতি থেকেই যাচ্ছে, কেমন করে এর সমাধাণ পাই। একদিন YouTube এ Search করলাম Creative Business Card Design Tutorial লিখে, বাছ পেয়েগেলাম Abu Naser ভাইয়ের একটি Tutorial, FB Links and Other বিষয় (Trusted Person for Trusted Work)। কয়েকটা Video দেখলাম, কথা বলার ভঙ্গিমা আর Innovative Idea গুলো আমার চমৎকার লাগল। Creativeclan.co লিংক থেকে ফটোশপ প্রো (+ Premuim Member হওয়ার সুযোগ) অর্ডার করলাম, একদিন (শুক্রবার) দুপুর ২ঃ৩০ মি. ফোন আসলো, Abu Naser ভাই নিজে ফোন করে, আমার Verification করলেন। মনে মনে এটাই শুধু ভেবেছি হয়তো ঠিক পথেই আছি। ৩-৪ দিনের মধ্যেই DVD দু’টা হাতে পেলাম। দ্রীর্ঘ্য ৬ মাস আমি ওনার Guidline Follow করলাম। ৬ মাস শুধু Design Copy করিনাই – VIdeo থেকে শিখেছি কিভাবে সৃজনশীল (Creative) হতে হয় (এই জন্যই বলেছিমাল “সৃজনশীল বংশধরগণ”), কেউ Mind করবেন না Please।
আল্লাহর রহমতে শুধু Design করেই এখন পর্যন্ত প্রায় $700 USD Withdraw করেছি, Abu Naser ভাইয়ের Privet Project সহ ৩টা Project Win করেছি, Payment ও পেয়েগেছি। এখন বর্তমানে ১মাস ১০ দিনের ১টা Project-এ কাজ করছি, মোট ১১২টি Print and Web Item Design করতে কবে, Budget 1k+ USD। Fiverr থেকে টুক-টাক কাজ আসতেছে, অন্যান্য Marketplace থেকেও আসতেছে। আমার ইচ্ছা আছে একটি Design Firm করার। সবাই দোয়া করবেন, যেন সফলতার সাথে করতে পারি।
__ আর এসবের পিছনে যে Special ব্যক্তি করেয়েছে তিনি হলেন Abu Naser ভাই, আমার পরিবারের সদস্যগণ। আমি আন্তরিকভাবে কৃজ্ঞতা জানায় Creative Clan কে, Abu Naser ভাইকে। ১ম বর্ষপূর্তীতে Creative Clan এর অগ্রযাত্রাকে শুভেচ্ছা রইল, রইল প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা।
ধন্যবাদ