পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম, পেওনিয়ার মাস্টার কার্ড অর্ডার, ডলার উইথ-ড্র করার নিয়ম এবং পেওনিয়ারের বাৎসরিক চার্জ সহ আপনার মনের সকল প্রশ্নের উত্তর পাবেন এই পেজে।
পেওনিয়ার কার্ড কাদেরে জন্য?
পেওনিয়ার মাস্টার কার্ড সবার জন্য প্রয়োজন যেহেতু এটা সহজেই পাওয়া যায় এবং ঝামেলা ও কম। ফ্রিল্যান্সিং এর টাকা বাংলাদেশে আনার সব থেকে সাশ্রয়ী এবং নিরাপদ মাধ্যম হচ্ছে পেওনিয়ার। এছাড়াও অনলাইনে শপিং এবং ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে পেওনিয়ার কার্ড ই অন্যতম।
ফ্রিল্যান্সার না হলে পেওনিয়ার কার্ড নেয়া যাবে?
নিশ্চয়! তবে পেওনিয়াম মাস্টার কার্ড অর্ডারের জন্য আপনার একাউন্টে ১০০ ডলার থাকতে হবে। কার্ড হাতে পেয়ে একটিভ করার পর ২৯ ডলার কার্ড এর চার্জ বাবত কেটে নিবে।
একাউন্ট খুললে কার্ড নেওয়া কি বাধ্যতামূলক?
ফিল্যান্সারদের জন্য কার্ড বাধ্যতা মূলক নয়। কার্ড ছাড়াই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উপার্জিত টাকা বাংলা দেশে নিয়ে আসতে পারবেন।
আমি এখনো টাকা আয় শুরু করিনি? আমি কি একাউন্ট খুলবো?
অবশ্যই! আগে থেকে খুলে রাখাটাই উত্তম। অনেকে আয়ের পর একাউন্ট নিয়ে জটিলতায় পড়ে যান। তবে মনে রাখবেন কোন ভুল তথ্য দিয়ে একাউন্ট করবেন না। নেশনাল আইডি কার্ড এবং আপনার ব্যাংক একাউন্ট একই নামে হতে হবে। একাউন্ট খোলা জন্য অবশ্যই আপনার নামে বংলাদেশে ব্যাংক একাউন্ট থাকতে হবে।
পেয়নিয়ার মাস্টার কার্ডে কিভাবে টাকা রিচার্জ করতে হয়?
ফিল্যান্সার হলে মার্কেট প্লেস থেকে আপনার ডলার আসবে। সেটা যে কোন মার্কেট হতে পারে। অন্যরা ফ্রিল্যান্সারদের থেকে ডলার কিনতে পারেন। সাধারণত মার্কেট রেট থেকে ৫ টাকা বা সেম রেটে অনেকেই ডলার বিক্রি করে থাকে। তবে ফ্রিল্যান্সাররা আয়ের ৫০% এর বেশি বিক্রি করাটা নিরাপদ নয়। একাউন্ট ব্লক হতে পারে। যেমন মাসে আপনার আয় ১০০ ডলার হেলে ৫০ ডলারের বেশি বিক্রয় করবেন না।
পেওনিয়ার সারাসরি ব্যাক ট্রান্সফার থেকে কতটা সাশ্রয়ী? হলে কিভাবে?
আপনি যদি আমাকে আগে থেকে অনুসরণ করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে, Freelancer এর জন্যে Payoneer টাকা লেন-দেন পদ্ধতি সবচেয়ে ভালো। আমরা অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করি, যার একটা বড় অংশ খরচ করতে হয় উপার্জিত টাকা আমাদের পকেটে আনতে।আমি ব্যক্তিগতভাবে Payoneer ছাড়া অন্য কোন টাকা লেন-দেন পদ্ধতি ব্যাবহার করি না। কাড়ন Payoneer আমাকে দিচ্ছে সবচেয়ে ভালো রেট। যারা Upwork থেকে ব্যাংক লেন-দেন করছেন তারা প্রতি ডলারে ৩ থেকে ৪ টাকা কম পাচ্ছেন।
উদাহরণ হিসাবে বলা যায়, আপনি Upwork থেকে ব্যাংক লেন-দেন করলে পরিশোধ করতে হবে এক ডলার এবং প্রতি ডলারে ৪ টাকা করে কম পাচ্ছেন। পাশাপাশি, Payoneerএ আপনি পাচ্ছেন প্রতি ডলারে ৪ টাকা বেশি আর খরচ হচ্ছে দুই ডলার।
পেওনিয়ার মাস্টার কার্ড চার্জ
সুতরাং Payoneer এ খরচ হচ্ছে ১৬০ টাকা ফিক্সড, যেকোনো পরিমাণ টাকা লেন-দেন এর জন্যে, আর UP Workএ আপনাকে দিতে হবে ৮০ টাকা + প্রতি ডলারে ৪ টাকা। তাহলে বুঝতেই পারছেন ৫০ ডলারের জন্যে ২০০ টাকা প্লাস ৮০ টাকা। তবে এখানে কথা হচ্ছে Payoneer এ টাকা আসতে ৩-৪ দিন লাগতে পারে, যেখানে Upwork-এ এক দিনেই টাকাটা পেয়ে যাবেন। সুতরাং খুব অভাবে পরলে Upwork ব্যাংক ট্রান্সফার বেবহার করতে পারেন।
পেওনিয়ার একাউন্ট খোলার আগে যে বিষয় গুলো জানা জরুরী
- আপনার নিজের নামে পেওনিয়ার একাউন্ট একবারই খুলতে পারবেন, সুতরাং কোন ফেক ইনফরমেশন ব্যবহার করবেন না
- পেওনিয়ার একউন্টে বা যে কোন মার্কেট প্লেসের একাউন্টের সিকিউরিটি প্রশ্ন এবং উত্তর ভুলে গেলে বিপদে পড়বেন
- আবার ও বলছি পেওনিয়ার একান্ট আপনার জন্য অত্যান্ত জরুরী যদি অনলাইন প্রফেশনাল হতে চান।
- পেওনিয়ারে যে নামে খুলবেন ঠিক সেই নামের ব্যাংক একাউন্ট এবং ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে।
- পেওনিয়ার রিসেন্টলি কারো কারো কাছে একাউন্ট ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট এর কপি চায়, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা ভালো। অন্যান্য অনেক ক্ষেত্রে ভিরিফিকেশনের জন্য পাসপোট লাগে তাই পাসপোর্ট করে নিতে পারেন। তবে স্মার্ট আইডি কার্ড থাকলে হয়তো পাসপোর্ট না হলেও চলবে।
অনলাইন থেকে মাস্টার কার্ড পাবার সহজ উপায়
একাউন্ট খোলা আগে নিচের ভিডিওটি দেখে নিনঃ
পেওনিয়ার নিয়া আপনার ভুল ধারনাঃ
অনেকের ধারনা Payoneer অনেক টাকা বাৎসরিক চার্জ হিসাবে কাটে। এইটা পুরোপুরি সত্য না। কারন আপনি যদি Payoneer এর মাস্টার কার্ডটি না নেন তাহলে আপনাকে কোন বাৎসরিক চার্জ দিতে হবে না। আপনি মাস্টার কার্ডটি না নিয়েও Payoneerএর মাধ্যমে ব্যাংক লেন-দেন করতে পারবেন।আবার আপনি চাইলে রেজিস্টার করার পর যেকোনো সময় কার্ডের জন্যে অর্ডার করতে পারবেন। এই জন্যে আপনাকে বছরে প্রায় ২৯ ডলারের মত চার্জ দিতে হবে।
পেওনিয়ার ব্যাবহারদের সুবিধাঃ
আর একমাত্র Payoneerএর মাধ্যমে যদি ব্যাংক লেন-দেন করে টাকা আনেন তাহলে আপনি ব্যাংক এশিয়া থেকে রেভিনিউ সার্টিফিকেট নিতে পারবেন যেইটা আর কেউ দিতে পারবে না। আর এই সার্টিফিকেট Freelancer দের জন্যে কতটা মূল্যবান সেইটা নাহয় অন্যদিন বলি?
আর এই ভিডিও দেখে Account খুললে আপনি ৳২৫* ফ্রি পাবেন!!! তাহলে এই লিঙ্ক এ যেয়ে রেজিস্টার করুন আর ভিডিওতে দেখানো নিয়ম অনুশরন করুন। * ফ্রি ২৫ পেতে হলে আগে আপনাকে অবশ্যই যেকোনো ফ্রিলেঞ্চিং মার্কেট প্লেচ থেকে ১০০০ ডলার আয় করে সেইটা পেয়নিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তুলতে হবে।
যেই কারণে আবেদন করার পর কার্ড আপনার ঠিকানায় আসবে নাঃ
আপনি যদি ভুল ঠিকানা দেন কার্ড আপনার হাতে কখনোই আসবে না, সুতরাং একাউন্ট তৈরি করার সময় ভালো লক্ষ্য করুন আপনি সঠিক তথ্য দিচ্ছেন কিনা। এই ছাড়া আপনি যদি ইতিপূর্বে পেয়নিয়ার কার্ড এর জন্যে আবেদন করুন এবং একই ন্যাশনাল আইডি কার্ড দিয়া আবার আবেদন করেন তাহলে আপনার কার্ড আসবে না। সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে হবে।
আমার এখনো ১৮ বছর হয়নি বা নেশনাল আইডি কার্ড নেই! কি করবো?
১৮ বছর না হলে আপনি কোন মাকের্টপ্লেসেই একাউন্ট করতে পারবেন না, সুতরাং পেওনিয়ার একাউন্ট না করাই ভালো। তবে মাকের্কট প্লেস এবং ব্যাক একাউন্ট বাবা বা মার নামে ব্যবহার করতে পারেন।
ফাইবার থেকে বাংলাদেশে টাকা আনার বেস্ট উপায়
পেমেন্ট মেথড বিষয়ক অন্যান্য পোস্ট:
- পেওনিয়ার মাস্টার কার্ডের ফি এবং আবেদন প্রক্রিয়া ২০১৯
- পেপাল এবং পেওনিয়ার কোন পেমেন্ট মেথড ভালো বাংলাদেশি ফ্রীলেন্সারদের জন্য ?
- বাংলাদেশ থেকে ভেরিফাইড পেপাল ব্যবহার করার নিয়ম
- জেনেনিন কিভাবে অনলাইনে আয় করা টাকা পকেটে ঢুকাবেন
- ১ পিসেতে কয়টা ফাইভার/আপওয়ার্ক/পেওনিয়ার একাউন্ট খোলা যায়
অন্যান্য যে পোস্টগুলো আপনার পড়া প্রয়োজন
- গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহীদের জন্য গাইডলাইন
- গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন? কোথায় শিখবেন?
- ফ্রিল্যান্সিং কে পেশা হিসাবে নিতেহলে যেই বিষয় গুলা অবশ্যই জানতে হবে
- ফ্রিল্যান্সিং বিষয়ক কমন প্রশ্নেগুলোর উত্তর
- ফ্রিল্যান্সার দের কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন?
- আপনি যে কারনে ডিজাইনার হতে পারবেন না (Case Study)
How to get free Payoneer master card? পেওনিয়ার মাস্টার কার্ড, মাস্টার কার্ড করার নিয়ম, পেওনিয়ার মাস্টার কার্ড চার্জ, পেওনিয়ার মাস্টার কার্, পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম, পাইওনিয়ার মাস্টার কার্ড, কিভাবে মাস্টার কার্ড পাওয়া যায়, পেওনিয়ার, মাস্টার কার্ড কিভাবে করব, মাস্টার কার্ড একাউন্ট
How to verify Payoneer account? Free master card in Bangladesh
Verify Payoneer card without National ID card in Bangladesh?
How to get Payoneer account in Bangladesh
The payoneer account application process 2020
Payoneer account fees in Bangladesh
best way to withdraw freelancing earning
Fiverr to Payoneer balance transfer
20 thoughts on “পেওনিয়ার মাস্টার কার্ডের ফি / আবেদন প্রক্রিয়া”
Awesome Article Boss.
Love it. Just opened my account by the link provided the article & getting payment from marketplace. Best wishes for “Creative Clan”
Thanks to share for your awesome Article
Payoneer অ্যাকাউন্ট এর খুব দরকার হয়ে পরেছে তাই এই তথ্য গুলা অ্যাকাউন্ট খোলার সময় অনেক কাজে লাগবে।
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
Very helpful & informative article. I loved it! Thanks for the article!
খুব সুন্দর ও সহজবোধ্য ভিডিও টিউটোরিয়াল৷যেখানে স্টেপ বাই স্টেপ দেখে যে কেউ একাউন্ট ক্রিয়েট করতে পারবে কারও হেল্প ছাড়াই৷থ্যাংক ইউ সো মাচ!
I am just open my account by the link provided, Creative Clan is a platform where you get what you need. Go ahead
“Creative Clan”.
I’ve known a new important thing, tnx Naser vai.
Very helpful article. Thanks to sharing this awesome article.
I have open pioneer account 30 june but if i cannot get the card.can i withdraw my money from fiverr to my bd bank account?without making the activation of pioneer card?
পারবেন, কার্ড জরুরী না টাকা উইথড্র করার জন্য
Assalamualaikum,vaiya? Payoneer ar referral link theke account kholar pore PayPal add korar jonno payoneer a Global Payment Service a EUR ar kono option nai. Tahoile akhon ami kivabe PayPal theke USD transfer korbo?
আমার Payoneer accountএর লাস্ট নেম ভুল হয়েছে এখন তা কি ভাবে পরিবর্তন করবো?
ভাই আমার একটা পিওনিয়ার একাউন্ট করে দিতে পারবে।