করোনা ভাইরাসের প্রভাব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতেও ভালোই প্রভাব ফেলছে বলে আমি মনে করি। আমাদের টার্গেটেড দেশগুলোতে স্কুল কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে তাদের আউটসোসিং বন্ধ থাকবে বা কমে যাবে এটাই স্বাভাবিক।
আমার ৩ টা একটিভ কনট্রাক স্থগিত হয়ে আছে। এর মধ্যে ২ টা বড় প্রজেক্ট এবং একটা মধ্যম মানের প্রজেক্ট। আমাদের ফাইভার প্রোফাইলে গত ১ সপ্তা নতুন অর্ডার নেই বললেই চলে। কারো কারো ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। তবে সচেতন হওয়া ভালো।
আগামী বেশ কিছুদিন হয়তো এর প্রভাব থাকতে পারে। তাই ডিজাইনাররা এই সময় পেসিভ মার্কেটপ্লেস নিয়ে কাজ করেতে পারেন এবং উপার্যিত টাকা হিসাব করে খরচ করবেন। অযথা টাকা ব্যয় করা যাবে না আপাতত। আর সব সময় ৩ মাসের টাকা হাতে রেখে ফ্রিল্যান্সরদের লাইফ স্টাইলে অভ্যস্ত হওয়া উচিত।