ডিজাইনে ব্যবহার করা ফন্টের নাম সহজেই জেনে নিন

ফটোশপে ফন্টের নাম

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি মোশারফ হোসেন। গ্রাফিক ডিজাইনার হিসাবে ফাইভারে কাজ করছি, পাশাপাশি গ্রাফিক রিজাভের্র জন্য টেম্পেলেট ডিজাইন করি।

আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হয়েছি। যারে মাধ্যমে ফটোশপে ডিজাইন কারা সবগুলা ফন্টের নাম সহজেই জেনে নেওয়া যাবে।

ডিজাইনে ব্যবহার করা ফন্টের নাম আপনি জানেন কি?


উত্তর: অবশ্যই জানেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ কিছু ফন্ট ব্যবহার করি ডিজাইনে। সেটা অনেক সময় বিশেষ কোন বেপার না। তবে আমরা যখন মার্কেটপ্লেস-এর জন্য ডিজাইন টেমপ্লেট তৈরি করি তখন অবশ্যই সবগুলো ফন্টের নাম জানা বাধ্যতা মূলক। কারণ আমার চাইবো না পেইড কোন ফন্ট ব্যবহার করতে এবং অবশ্যই ফন্টের নাম লিখতে হয় রিডমি ফাইলে। তখন ডিজাইনে ব্যবহার করা ফন্ট রিডমি ফাইল কিংবা ডেসক্রিপশনে না লিখলে সেটার কারণে ডিজাইন রিজেক্ট হতে পারে।

এই ক্ষেত্রে প্রত্যেকটা ফন্টের নাম আলাদা আলাদা ভাবে চেক করাটা একটু বিরক্তি কর। যাহা আমার বেলায় হয় সাধারনত। এই সমস্যা দূর করার জন্য আমি চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ সফল হয়েছি। তাই চিন্তা করলাম আমার মত অনেকের মনে প্রশ্ন এসেছিল যে, ডিজাইনে ব্যবহার করা ফন্টগুলো নাম যদি এক ক্লিক-এ বের করা যেত তাহলে ভাল হত।

দয়া করে নিচের স্কিনশটগুলো দেখুন এবং ছোট্ট একটা স্ক্রিপ্ট ব্যবহার করে বের করে ফেলুন আপনার ডিজাইনে ব্যবহার করা ফন্টগুলোর নাম।


Step 1:

File মেনুতে গিয়ে ‍Scripts অপশন এর মধ্যে Browse… -এ ক্লিক করবেন।


Step 2:

Browse… -এ ক্লিক করার পর Windrow থেকে Detect Fonts.jsx ফাইলটি সিলেক্ট করে Load বাটনে ক্লিক করুন।


সুন্দরভাবে আপনার সামনে ফন্টের নামগুলো দেখা যাচ্ছে।

লেখায় যদি কোন প্রকার ভুল-ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কোন পরামর্শ থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার অন্যকোন টিউটোরিয়াল নিয়ে হাজির হব।

ফন্ট নিয়ে অন্যান্য আর্টিকেল

ডিজাইনে ফন্ট এর ব্যবহার - Recommended Free fonts for Graphic Designers
Popular bangla fonts
বাংলা ইউনিকোড ফন্ট কালেকশন

Note: In this article I discussed how to get the used font list quickly in Photoshop.

ধন্যবাদ সবাইকে 🙂

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

1 thought on “ডিজাইনে ব্যবহার করা ফন্টের নাম সহজেই জেনে নিন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

On Key

Related Posts

কেনভা এসেনশিয়াল টিউটোরিয়াল

কেনভা বেসিক জেনে নিন টপিক লিস্টডিজাইনে ব্যবহার করা ফন্টের নাম আপনি জানেন কি?Step 1:Step 2:ফন্ট নিয়ে অন্যান্য আর্টিকেল প্রথমে বাংলায় একটা টিউটোরিয়াল দেখে নিজের বেজ

থিমফরেস্ট এর জন্য ওয়ার্ডপ্রেস কিভাবে শিখবো?

থিমফরেষ্টের জন্য ওয়ার্ডপ্রেস শিখার বিষয়ে একটি ফেসবুক গ্রুপে মোহাম্মাদ আব্দল্লাহ নামের একজনের প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান এই উত্তর গুলো দিয়েছেন। ৫ টি বিষয় লক্ষ্য রাখবেন

freelancer pronodona

ফ্রিল্যান্সাররা পাবেন ৪% প্রনোদনা (৫৫ মার্কেটপ্লেসের ইনকামে)

বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন ফ্রিল্যান্সাররা ৫৫ টি মার্কেটপ্লেসের ইনকামে ৪% করে প্রণোদনা পাবেন। রোববার ৩০ জানুয়ারি ২০২২ বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে তথ্যপ্রযুক্তি বিভাগ স্বীকৃত এসব

Shopping Cart