সফলতার গল্প

ময়মনসিংহের জাহিদের ফাইভার বাজিমাত

By Abu Naser

April 10, 2021

আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ফাইবারে ৫০০ রিভিউ পূর্ণ হলো। এ জার্নি টা এতোটা সহজ ছিল না, অনেক বাধার সম্মুখীন হয়ছি তবুও হাল ছাড়ি নাই। আমি জানতাম ধৈর্য্য ধরলে অবশ্যই সফলতা আসবে।

হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন।” (সূরা বাকারাহ ১৫৩ আয়াত)

আমি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেছি, যা লেখার মাধ্যমে প্রকাশ করা সম্ভব না তবুও বলবো যে কাজই করুন না কেন লেগে থাকেন সফলতা আসবেই। এ যাত্রায় আমাকে অনেকেই সহোযোগিতা করেছেন বিভিন্ন টিপসের মাধ্যমে। যার কথা উল্লেখ না করলেই নয় সে হলো আমার প্রাণ প্রিয় বস Abu Naser ভাইয়া। আমি তার শেখানো পথেই হেটে এ পর্যন্ত আসতে পেরেছি। বসের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন বসকে দীর্ঘ নেক হায়াত দান করেন।

আপনাদের সফলতার গল্পও আমাদের সাথে শেয়ার করতে পারেন এতে এক অপরে ভালো বন্ধু এবং সহযোগী হবো। এ যাত্রার সম্পূর্ণ গল্প যদি শুনতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করবো। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্যও দোয়া করি। ধন্যবাদ সবাইকে পোস্টটা সম্পূর্ণ পড়ার জন্য।

আমাদের স্টুডেন্টদের গ্রাফিক রিভার প্রোফাইল

আরো সফলতার গল্প

রিমন যেভাবে গ্রাফিক রিভার স্বপ্ন পূরণ করেছে

সিফাতের অতীত এবং বর্তমান – অনুপ্রেরণার জন্য যথেষ্ট নয়?

প্রবাশের অবসর সময় কাজে লাগিয়ে নুরের ডিজাইনার হয়ে ওঠা

মোনালিসার গল্প

এস.ই.ও এক্সপার্ট থেকে ডিজাইনার – Feroz Ahmed

অন্যান্য যে পোস্টগুলো আপনার পড়া প্রয়োজন

  1. গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন? কোথায় শিখবেন?
  2. ফ্রিল্যান্সিং কে পেশা হিসাবে নিতেহলে যেই বিষয় গুলা অবশ্যই জানতে হবে
  3. ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং ট্রেনিং সেন্টারগুলোতে আপনি যেভাবে ঠকতে পারেন
  4. নতুন গ্রাফিক ডিজাইনার? মাথায় আইডিয়া আসে না? (এই পোস্ট পড়ুন)
  5. আপনি যে কারনে ডিজাইনার হতে পারবেন না (Case Study)