ঢাকায় এক বছর পর আমাদের ইভেন্ট হচ্ছে, তাই প্রয়োজন ছিল সুন্দর পরিবেশ যেখানে আমরা কিছু ভালো সময় পার করতে পারবো।
অথর আবু নাছের স্বাগত জানাচ্ছেন আপনাদেরকে উক্ত ইভেন্টে। আমাদের প্রিমিয়াম মেম্বার শেখ ফরিদ ভাই বিমান বাহিনীতে আছেন, উনার রেফারেন্সে আমরা সারা দিনের জন্যে সেনাবাহিনির ক্যাফে বোট ক্লাব
ভাড়া নিয়েছি সারা দিনের জন্য। সরাদিনের জন্য নিলেও রমজান মাস হওয়ায় আমাদের ইভেন্ট হবে বিকাল ৩ টা থেকে রাত ৮ টা।
পুরো ক্লাব আমাদের জন্য রিজার্ভ কার থাকবে। কেউ ইন্টারেষ্টেড হলে বুট রাইড করতে পারবেন।
এ সময় আমরা আড্ডা, গল্প এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। টোটাল ১০০ জন জয়েন করতে পারবেন। প্রাথমিক ভাবে আমাদের সিদ্ধান্ত প্রিমিয়াম গ্রুপ থেকে ম্যাক্সিমাম ৭০ জন, পাবলিক গ্রুপের গেস্ট ২০ জন এবং ক্রিয়েটিভ ক্লেন ফ্যামিলি গেস্ট ১০ জন।
স্থান: ক্যাফে বোট ক্লাব, ইসিবি চত্তর, ক্যান্টনমেন্ট, ঢাকা
তারিখ: ২৫ মে, ২০১৯
biswashuvo678 (verified owner) –
really outstanding.I’m very happy 🙂 🙂