সারিটিফিকেট ডাউনলোড এবং আপওয়ার্কে বা অন্য মার্কেটপ্লেস ব্যবহার করার নিয়ম

আপনি গ্রাফিক প্রো কোর্সের সব গুলো লেসন দেখে কমপ্লিট মার্ক করলে যখন স্ট্যাটাস বারে ১০০% সম্পন্ন হবে তখন আপনি কোর্সের ডাউনলোড লিংক পাবেন এবং লিংকটি শেয়ার করতে পারবেন। শুধু মাত্র গ্রাফিক প্রো কোর্সেই সারটিফিকেট পাওয়া যায়। পাশাপাশি (২০০০ টাকা + দামে) ফটোশপ প্রো কোর্স নেওয়া পুরাতন প্রিমিয়াম মেম্বাররা ৫০০ টাকা দিয়ে গ্রাফিক প্রো কোর্সে আপগ্রেড করে সারটিফিকেট নিতে পারবেন।

কেমন সার্টিফিকেট পাবেন সেটা জানতে আমাদের স্টুডেন্ট সুদীপ্তের সার্টিফিকেট দেখতে পারেন এই লিংকে

এই লিংক ব্রাউজরে কপি পেস্টে করে https://creativeclan.com.bd/learner/USERNAME/ (আপনার ইউজার নেম বসিয়ে নিন) নিচের মত অপশনে টিক দিয়ে সেভ করতে হবে। তাহলে আপনার সারটিফিকেট এর লিংক পাবলিক হবে এবং যে কোন মার্কেটপ্লেস বা প্রতিষ্ঠানের সাথে শেয়ার করতে পারবেন।

Back to: গ্রাফিক প্রো – গ্রাফিক ডিজাইন ফুল কোর্স > কোর্স পরিচিতি

2 thoughts on “সারিটিফিকেট ডাউনলোড এবং আপওয়ার্কে বা অন্য মার্কেটপ্লেস ব্যবহার করার নিয়ম”

  1. Sayed Sudip Ahmed

    যারা সিডিতে কোর্স নিয়েছে, তাদের জন্য কি ব্যবস্থা?

    1. শুধু মাত্র (২০০০ টাকা + দামে) ফটোশপ প্রো কোর্স নেওয়া পুরাতন প্রিমিয়াম মেম্বাররা ৫০০ টাকা দিয়ে গ্রাফিক প্রো কোর্সে আপগ্রেড করে সারটিফিকেট নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart