আমরা শুধু মাত্র গ্রাফিক প্রো কোর্সের সাথে সার্টিফিকেট দিয়ে থাকি। সার্টিফিকেট পাওয়ার জন্য নিচের কোর্স প্রোগ্রেসের পরিবর্তে কমপ্লিট দেখাবে। কোর্সের প্রতিটি লিসেন দেখে পাশে থাকা কমপ্লিট বাটনে ক্লিক করতে হবে। সবগুলো লেসন কমপ্লিট হলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
সার্টিফিকেটে নাম সঠিক ভাবে দেখতে ক্রিয়েটিভ ক্লেন প্রোফাইল অবশ্যাই আপডেট করে নিবেন, এখানে প্রোফাইল এডিট করতে পারবেন
যেদিন কমপ্লিট হবে সার্টিফিকেটে কোর্স কমপ্লিশনের তারিখ সেটিই দেখাবে। সার্টিফিকেট ফাইলের কোন তথ্য এডিট করতে পারবেন না কোন সফটওয়্যার দিয়ে তাই সময় মত কোর্স কমপ্লিট করবেন।