প্রোডাক্ট রিটার্ন পলিসি: আপনি প্রোডাক্টে কোন সমস্যা পেলে বা মানসম্মত মনে না হলে প্রোডাক্ট রিসিভের ৩ দিনের মধ্যে ক্রিয়েটিভ ক্লেনের ঠিকানায় ফেরত পাঠিয়ে পুরো টাকা ফেরত নিতে পারবেন। রিটার্ন শিপিং খরচ আপনার বহন করতে যবে।
কোর্সের ক্ষেত্রে ও রিফান্ড রিকোয়েস্ট করতে পারবেন ১৫ দিনের মধ্যে যদি কোর্সটি আপনার কাছে মানসম্মত মনে না হয়, এবং আপনার পরিশোধ করা টাকার বিপরীতে যাথার্থ্য মনে না হয়।
আপনার ব্যক্তিগত কোন তথ্য আমরা অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে শেয়ার করবো না। ক্রিয়েটিভ ক্লেন বা তার অঙ্গপ্রতিষ্ঠান ওকেশনালি প্রমোশনাল ম্যাসেজ বা ইমেইল পাঠাতে পারে।
ক্রিয়েটিভ ক্লেনে একাউন্ট অপেন করা বা অর্ডার প্লেস করার ক্ষেত্রে উপরের বিষয় গুলো এপলিকেবল হবে।