একটা ডিজাইনের প্রান হচ্ছে লেআউট ( হেডার, বডি, ফুটার, এছাড়া ও থাকে কলটু এ্যকশান যোটা সাধারনত বডি এর নিচের অংশে থাকে)
ডিজাইনের মূল ইলিমেন্ট হচ্ছে টাইপোগ্রাফি: হেডিং / টাইটেল , পেরাগ্রাফ, ফিচার টেক্সট, বৈশিষ্ট বা সার্ভিস বুলেট লিস্ট ইত্যাদি
লেআউট আপনাকে দাড় করাতে হবে, এ জন্য আপনি গ্রাফিক রিভারের অনেক ডিজাইন দেখে আইডিয়া নিতে হবে। আপনি ডিজাইন আই ডিয়ার জন্য গ্রাফিক রিভারের পাশা পাশি থিমফরেষ্ট থেকে ও ধারণা নিতে পারেন যেমন, রিয়েল ইস্টেট এর কোন ডিজাইন করার সময় আপনি রিয়েল স্টেট ওয়েবসাইট থিম থেকে আইডিয়া নিতে পারেন। এ ক্ষেত্রে সুবিধা হচ্ছে কেউ কপি ডিজাইন বলবে না।
ডিজাইনের হেডিং এর ফন্ট, ফন্ট সাইজ, পেরাগ্রাফের ফন্ট, লাইন গেপ, ক্যারেক্টার স্পেস, বুলেট লিস্ট এগুলো আপনি যে কোন গ্রাফিক রিভারের ডিজাইন থেকে ইন্সপারেসন নিয়ে করতে পারেন।
হেডারে লগো, বা কন্টাক ইনফো কিভাবে থাকে সেটা কোন প্রফেশনাল ডিজাইন থেকে ধারনা নিতে পারেন। বডিতে বিস্তারিত তথ্য থাকে, এর মধ্যে মূল হির্ডি, সাব হেডিং, পেরাগ্রাফ যেমন কোম্পানি সম্পর্কে তথ্য, তাদের সার্ভিস এবং বৈশিষ্ট কলটু এ্যাকশান লোকেশন ম্যাপ ইত্যাদি থাকে। ফুটারে অনেক সময় লগো থাকে বা পার্টনার লগো থাকে এবং কন্টাক ইনফো থাকে। মাঝে মাঝে ওয়ার্কিং ডেইজ বা ওয়াকিং আওয়ার ও থাকে । এ বিষয় গুলো কিভাবে ভালো লেআউট করাযায় সে ধারনাই কিন্তু আপনি প্রফেশনাল ডিজাইনারদের থেকে নিতে হবে।
স্মরণ রাখবেন আপনি নিজে নিজে ক্রিয়েটিভ হতে পারবেন না, ক্রিয়েটিভদের ফলো করেই ক্রিয়েটিভ হতে হবে। এজন্য সময় দিতে হবে এবং আনার একান্তই আগ্রহ থাকতে হবে। ডিজাইন কারা বা ক্রিয়েটিভ হওয়াটা তাড়াহুড়া করার কোন বিষয় না। আপনি যত সময় দিবেন যত রিসার্চ করবেন তত সুন্দর জিনিস সৃষ্টি করতে পারবেন।
এবার নিচের ভিডিওটা মন দিয়ে দেুখুন এবং বিষয় গুলো মানার চেস্টা কুনঃ