ফ্রিপিক অথর গাইডলাইন

ফ্রিপিক অথর গাইডলাইন সাথে ১০০০ টাকার ফ্রি ওয়েব ডিজাইন কোর্স

আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার ডিজাইন দক্ষতাকে কাজে লাগিয়ে অনায়াসেই ভালো পরিমাণ পেসিভ ইনকাম করতে পারেন। বর্তমানে অনেক অথর গ্রাফিক রিভার থেকে ফ্রিপিকের দিকে বেশি নজর দিচ্ছেন।

উদাহরণ হিসাবে বলাযায় আমাদের সবার পরিচিত অথর verazo গ্রাফিক রিভার থেকে এসে ফ্রিপিকে mengloong নামে ডিজাইন পাবলিশ শুরু করেছেন।

ফ্রিপিকে আপনি যেকোনো ধরণের ডিজাইন বিক্রি করতে পারবেন। যেমন ফ্লায়ার, বিজনেস কার্ড, কুপন কোড, ডিস্কাউন্ত অফার, গ্রাফিক এলিমেন্ট, লোগো টেম্পলেট, মোকাপ টেম্পলেট, রেক কার্ড, ব্রসিউর ইত্যাদি।

নিচে শর্ত সমূহ এবং অথর গাইডলাইন বিস্তারিত উপস্থাপন করা হল।

অথর আবেদন কারার আগে যে বিষয় গুলো স্মরণ রাখতে হবে:

  1. আপনার ডিজাইন মানসম্মত হতে হবে, কোন ধরণের কপি ডিজাইন চলবে না
  2. ডিজাইন সাবমিট করার আগে ফ্রিপিকে অন্যদের ডিজাইন দেখে ধারণা নিন
  3. রেজিস্টার করার পর ৪০ দিন সময় পাবেন, এর মধ্যে আপনি ডিজাইন সাবমিট করতে না পারলে আপনার একাউন্টটি অটো ডিজেবল হয়ে যাবে
  4. প্রথমবার রিজেক্ট হলে ২য় বার চান্স পাবেন কারেকশন করার জন্য। সেগুলো ঠিক করতে না পারলে এবং এ্র্যাপ্রুভ না হলে আপনার একাউন্টটি স্থায়ী ভাবে ব্যান হবে।
  5. চেষ্টা করুন একাউন্ট করার আগে ২০টা ডিজাইন রেডি করতে। যেকোন সহযোগীতা আমাদের ফ্রিপিক সাপোর্ট গ্রুপ থেকে পাবেন।
  6. Image not Included এর বাহিরে অন্য কোন লেখা প্রিভিউ ইমেজে যুক্ত করা যাবে না
  7. কোথাও কোন ব্রেন্ডনেম / লোগো / কারো ব্যাক্তিগত তথ্য যেমন ঠিকানা বা ফোন নাম্বার ব্যবহার করা যাবে না।
  8. ডিজাইন প্রিভিউ এবং ডিজাইন পিএস.ডি কিংবা ই.পি.এস এর নাম একই হতে হবে
  9. ফাইনাল ফাইল জিপ ফাইল করত হবে না, বা কোন প্রকার হেল্প ফাইল প্রায়োজন হবে না
  10. প্রিভিও ইমেজ অবশ্যই ২০০০ বাই ২০০০০ পিক্সেল বা তার বেশি হতে হবে।
  11. ফ্রিপিকের ডিজাইনে কোন প্রকার ওয়াটার মার্কযুক্ত ইমেজ ব্যবহার করা যাবেনা, যদিও গ্রাফিক রিভারর ডিজাইনে ওয়াটারমার্ক ‍যুক্ত ইমেজ ব্যবহার কারা যায়
  12. ফাইনাল ফাইলে কোন প্রকার ইমেজ দেওয়া যাবে না
  13. ডিজাইনে অবশ্যই ফ্রি ফন্ট ব্যবহার করতে হবে
  14. ভেক্টর ফাইল হলে ইলাস্ট্রেটর AI or EPS ফরমেটে সেভ দিতে হবে

ফ্রি কোসের্স পাওয়ার জন্য শর্ত সমূহ:

  • আমাদের লিংক থেকে রেজিষ্টার করতে হবে, এ জন্য আপনাকে ব্রাউজার কেশ রিমুভ করে করতে হবে অথবা ইনকগনিটো উইনডোতে আমাদের লিংক ব্যবহার করে রেজিষ্টার করতে হবে। আমাদের লিংক এখানে এবং নিচে বাটনে পাবেন
  • রেজিস্টার করার পর ডিজাইন এ্যাপ্রুভ হলেই আপনাকে ফ্রি কোর্স দেওয়া হবে। আমরা আমাদের লিংক থেকে যারা অথর হবেন সেই লিস্ট দেখতে পাবো।

ফ্রিপিক যেসকল কারনে ডিজাইন রিজেক্ট করে

ফ্রিপিক যেসকল কারনে ডিজাইন রিজেক্ট করে

ডিজাইন ফাইল যেভাবে অরগে নাইজ করবেন:

গ্রাফিক স্কুলের রাসেল ভাইয়ের ৩টা টিউটোরিয়াল যুক্ত করা হল:

মোট কথা হল আপনি যা ডিজাইন করবেন সেইটাই বিক্রি করতে পারবেন। আপনি আমাদের প্রিমিয়াম মেম্বার হলে যেই প্রজেক্ট গুলাতে আপনি কাজ করেন সেইগুলা প্রফেশনাল হলে সেইগুলার কিছু কিনফো এবং লোগো পরিবর্তন করে সেইটার পিএসডি বিক্রি করে টাকা আয় করতে পারেন।

একমাত্র গ্রাফিক ডিজাইনাররা তাঁদের প্রফেশনালি করা যেকোন কাজ বিক্রির মাধ্যমে টাকা আয় করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

ফ্রিল্যান্সারদের জন্য কোস্টারিকায় এক বছরের ডিজিটাল নোম্যাড ভিসা

আপনি যদি একজন ফ্রিল্যান্সার, রিমোট এমপ্লয়ি, বা ডিজিটাল উদ্যোক্তা হন, তবে এখনই প্রস্তুত হন এক নতুন লাইফস্টাইলের জন্য। মধ্য আমেরিকার সুন্দর দেশ কোস্টারিকা দিচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা,

🧠 AI দিয়ে গুগল সার্চ অটোমেশন করে লিড জেনারেশন: ৫টি ইউটিউব ভিডিও গাইড 🎥

আজকাল শুধুমাত্র ফেসবুক অ্যাড বা ইমেইল ক্যাম্পেইনের উপর নির্ভর করে লিড জেনারেশন করা যথেষ্ট নয়। এখন আপনি এআই টুলস ব্যবহার

✉️ কোল্ড ইমেইল মার্কেটিং টিউটোরিয়াল: ৪টি ইউটিউব ভিডিওতে মাস্টারি শিখুন

ডিজিটাল মার্কেটিংয়ে কোল্ড ইমেইল একটি শক্তিশালী টুল, যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার লিড জেনারেশন এবং ক্লায়েন্ট কনভার্সনের হার অনেক

✍️ বাংলা টাইপোগ্রাফি টিউটোরিয়াল কালেকশন – শিখুন ডিজাইনে ফন্টের জাদু

টাইপোগ্রাফি ডিজাইনের এমন একটি দিক যা শুধু নান্দনিকতা নয়, পাঠযোগ্যতা ও ব্র্যান্ড ভ্যালু নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বাংলা

Shopping Cart