টিপস এন্ড ট্রিক্স

আপনি যে কারনে ডিজাইনার হতে পারবেন না (Case Study)

By Abu Naser

March 22, 2019

আপনি ডিজাইনার না হওয়ার প্রধান এবং মূল কারণ আপনার ধৈর্য নেই, এবং আপনি এই পোস্টের লেখার পরিমাণ দেখে ভয় পাচ্ছেন…

ডিজাইনার হিসাবে আমার বয়স এরাউন্ড ৯ বছর, আর ফটোশপ বা ইলাস্ট্রেটর নিয়ে কাজ শিখতে শুরু করেছি ১২+ বছর হল। ফটোশপে বা ইলাস্ট্রেটরে যা করা সম্ভব তার ২% ও শেখা হয় নাই এই দীর্ঘ সময় জুড়ে। প্রতিদিনই শিখছি…

তবে এখন পর্যন্ত যতটুকু শিখেছি সেই জ্ঞান দিয়ে আমি সামান্য কিছু কেটাগরীতে নিজেকে একটা ভালো লেভেলে নিয়ে এসেছি, যার ফলে আমি ক্লায়েন্টের চাহিদা বুঝতে পারি এবং সে অনুযায়ী কাজ ডেলিভারি দিতে পারি। ডিজাইনার হিসাবে এতটুকুইতো চাওয়া। তাইনা?

তবে ডিজাইনের শিক্ষক হিসাবে আমার ২ বছর হতে চললো। ২০১৭ সালের ১৪ই এপ্রিল আমি ক্রিয়েটিভ ক্লেনের মাধ্যমে ফটোশপ প্রো নামে অনলাইনভিত্তিক ডিজাইন কোর্স চালু করার ঘোষণা করি। পাবলিশ হওয়ার আগেই ৩০+ স্টুডেন্ট প্রিঅর্ডার করে এবং এখন পর্যন্ত ৫৯০+ কোর্স সেল হয়েছে।

এবং পরবর্তীতে গ্রাফিক প্রো কোর্স এর মধ্য দিয়ে ৩০০ সদস্যকে প্রিমিয়াম গ্রুপের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ দিয়ে আসছি। সুতরাং আমার প্রশিক্ষণ স্টাইল শুধু মাত্র ডিভিডি বিক্রি করার মধ্যে সীমাবদ্ধ না হওয়ায় ফলোয়ারদের সাথে সরাসরি ইন্টারাক্ট করতে পেরেছি। তাদের রিড করতে পেরেছি। তাদের সফলতা এবং পিছিয়ে পড়ার কারণ অনুধাবন করতে পেরেছি।

শিক্ষক হিসাবে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম 🙂

যে কারনে তারা ডিজাইনার হতে পারে না বা পিছিয়ে পড়ে

যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের একটি ব্যাচের সবাই সফল হয় না, কেউ সরকারি চাকরি পায়, কেউ ভালো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি পায়, কেউ বিদেশ চলে যায় এবং কেউ কেউ বেকার থাকে। ডিজাইন শিখার বেলায় ও তাই, যত ভালো প্রতিষ্ঠান ই হোক বা শিক্ষা পদ্ধতি যত ভালোই হোক সবাই সফল হয় না। যেসব কারনে সফল হয় না তা নিম্নরূপঃ

যে ডিজাইনার হয়েছে, এসব কারনে হয়েছে

আপনার প্রতি আমার অনুরোধ

আপনি যাদি ডিজাইনার হতে চান, দিন রাত এটা নিয়ে পড়ে থাকবেন না। আপনি আপনার জব বা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকুন। ডিজাইনকে শিখার বিষয় হিসাবেই ট্রিট করবেন। রুটি রুজির একমাত্র অবলম্বন হিসাবে নয়।

শুধু মাত্র ইউটিউব কিংবা পাইরেটেড ভিডিডি এর উপর নির্ভর করবেন না। আপনার একজন মেন্টর প্রয়োজন, সেটা হতে পারে আপনার এলাকার কোন ডিজাইনার বড় ভাই বা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষক যে আপনার ভুল সুধরে দিবে। গাইডলাইন দিবে, রিয়েল প্রজেক্টে কিভাবে কাজ করতে হয় তা শিখাবে।

নিজে একা একা ডিজাইনার হওয়া প্রায় অসম্ভব! ভালো ডিজাইনার হতে হলে আপনাকে ট্রেইনি ডিজাইনার হিসাবে যে কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে হবে। কিংবা আপনি বিভিন্ন মার্কেট প্লেসে ডিজাইন কন্টেস্টে জয়েন করতে পারেন। তবে আপনার ডিজাইনের মান জঘন্য হলে ক্লায়েন্ট ফিডব্যাক পাবেননা এমনকি আপনার একাউন্ট সাপপেন্ড হবে।

শুধু মাত্র ডিজাইন ভালো পারলেই হবে না, আপনার কমিউনিকেশন স্কিল ও ভালো হতে হবে। সুতরাং ডিজাইন শিখার পাশা পাশি আপনি আমার ফ্রি ইংলিশ কোর্সটি ফলো করুন। ইচ্ছা থাকলে এবং নির্দেশনা অনুযায়ী চেষ্টা করলে আপনি অল্পদিনেই জিরো থেকে হিরো হতে পারবেন।

ফ্রিল্যান্সার হিসাবে ভবিষ্যত গড়তে হলে এবং যে কোন মার্কেটপ্লেসে প্রোফাইল করার আগে অবশ্যই আমার ফ্রিল্যান্সিং বিষয়ক এই ফ্রি কোর্সটি সম্পূর্ণ করুন।

আপনাকে অভিনন্দন! আপনি এই বিশাল পোস্টটি সম্পূর্ণ পড়েছেন! আপনি অবশ্যই ধৈর্যশীলদের একজন এবং আমি আপনার সফল ভবিষ্যত দেখতে পাচ্ছি!

যে কোন প্রশ্ন বা মতামতের জন্য আপনি আমাদের গ্রুপে পোস্ট করুন!

আপনার শুভ কামনায়আবু নাছের, অথর, ক্রিয়েটিভ ক্লেন

অন্য যে পোস্টগুলো আপনার পড়া প্রয়োজন