বিবাহিত জীবনের ৪ বছর শেষ হতে যাচ্ছে আগামী কাল। তাই ভাবলাম আমি কেন একা লেজ কাটা থাকবো! আপনাদেরকেও কিছু পরামর্শ দিয়ে লেজ কাটানোর ব্যবস্থা করি।
ফ্রিল্যান্সার পুরুষদের জন্য পরামর্শ:
******************************
> পত্রী চাই পত্রী চাই বলে ফেসবুকে প্রচার করবেন না, এতে প্রমাণ হয় আপনি অযোগ্য। বাজরের মাঝখানে কিংবা ৪ রাস্তার মোড়ে দাড়িযে নিশ্চই এই বিষয়ে কথা বলবেন না, ঠিক একই ভাবে ফেসবুকেও বলবেন না। ফেসবুক বাজার থেকেও যঘন্য!
> টাকা পয়সা আয় করলে সেটা রেস্টুরেন্টে শেষ করবেন না, স্থায়ী কিছু সম্পদ করুন, আপনার পাড়া প্রতিবেশী ব্যাপক উদ্দীপনা নিয়ে আপনার বিয়ের জন্য মাঠে নামবে
> বিয়াটা নিজের জন্য করবেন, এলাকাবাসীকে দেখানোর জন্য না
> অনেক সিনিয়র ফ্রিল্যান্সাররা নিজেদেরকে ঠাট্টা করে কামলা বলেন, এটা খুবই জঘন্য ব্যাপার। এই পৃথিবীতে আমরা সবাই কামলা, কেউ আম জনতার কামলা, কেউ কোন প্রতিষ্ঠানের কামলা, কেউ প্রজেক্ট বেসিস কামলা, কিন্তু কেউ নিজেদেরকে কামলা বলে না, ফ্রিল্যান্সাররা বলে। এটা খুবই জঘন্য বেপার, এটা বাদ দিতে হবে
> কিঞ্চিৎ শোঅফ করতে পারেন, বিয়ের পর বাদ দিন। শোঅফ করা খুবই বাজে বিষয়। তবে বুদ্ধিমানরা অর্থিক বিষয়ে গোপনীয়তা রক্ষ্যা করে
> নিজেকে অতি মাত্রায় যোগ্য মনে কারা বাদ দিন। নতুন ফ্রিল্যান্সাররা নিজেদের সুপার হিউমেন ভাবতে শুরু করেন, কিন্তু আপনি সেটা না, ডিসেম্বর জানুয়ারি মাসে টের পাবেন, অথবা একাউন্ট ব্যান হলে
> ভালো মানের কাজ দিয়ে স্থায়ী ক্লায়েন্ট পাবার ব্যবস্থা করুন,
পেমেন্ট ভালো দেয় এমন কয়েকজনকে মার্কেটপ্লেসের বাহিরে নিয়ে আসবেন। পসিবল হলে একটা মান্থলি বেসিস কন্ট্রাক্ট করবেন। লম্বা ছুটি কিংবা হানিমুনে টেনশন মুক্ত থাকবেন!
******************************
নিজের মতামত লিখলাম। কোন পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন
2 thoughts on “ফ্রিল্যান্সার পুরুষদের বিয়ে এবার কে ঠেকায়!”
Allah takdera ja lekha rakhse tai hobe..sudhu Allah r adesh mane casta korte hobe..
Assalamu Alaikum vai, Kamon Asen? Vai freelancing a new asci already course kortesi. bear to boyos hoise but income kori na. tai family k bolte o partesi na. kivabe family k bolbo bear kotha ba ki korle valo hobe jodi ektu poramorso ditenn???