অথর কমিশন:
৭০% অথর কমিশন। তবে নন এক্সক্লুসিভ ডিজাইনের জন্য ৫০%। এফিলিয়েট কমিশন এডজাস্ট করার পর অথর কমিশন কাউন্ট করা হবে।
যেমন: ১০ ডলার থেকে এফিলিয়েট ২০% বাদ দিয়ে যে টাকা হবে সেটার ৭০%। এখানে ১০ ডলারের কমিশন ৭ ডলার। এফিলিয়েট কমিশন যদি ২০% বাদ যায় তাহলে ৮ ডলার থেকে ৭০% কমিশন হয়ে অথর পাবে ৫.৬ ডলার। তবে অথর নিজে যদি এফিলিয়েট করে থাকে তাহলে অথর পাবে ২+৫.৬ মোট ৭.৬ ডলার।
এফিলিয়েট কমিশন
২০% অ্যাফিলিয়েট কমিশন নতুন বায়ার এর প্রথম অর্ডারে এবং ১% লাইফ টাইম কমিশন।