ক্রিয়েটিভ ক্লেনঃ

ক্রিয়েটিভ ক্লেনের যাত্রা হয়েছে ফটোশপ প্রো কোর্সটি পাবলিশ করার মধ্য দিয়ে। দিনটি ছিলো ২০১৭ সালের ১০ ই জুন , যদিও এর ২ মাস আগে এই কোর্সটির বিষয়ে অথর আবু নাছের তার ইউটিউব চ্যানেলে ঘোষণা দিয়েছিলেন এবং মে ১৪ তারিখ থেকে প্রি অর্ডার নেওয়া শুরু হয়। পরবর্তীতে ১২ জানুয়ারী ২০১৮ ইং তারিখে ক্রিয়েটিভ ক্লেনের সকল স্টুডেন্টদের সাথে মিটাপ প্রোগ্রামে ইলাস্ট্রেটর কোর্স রিলিজ করা হয় এবং ইংলিশে যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য প্রো ইংলিস কোর্স (ফ্রি) রিলিজ করা হয়, যার মধ্য দিয়ে ক্রিয়েটিভ ক্লেন গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহীদের জন্য এটা পূর্ণাঙ্গ সিস্টেম হয়ে দাঁড়ায়।
বর্তমানে সবগুলো কোর্সের সমন্বয়ে গ্রাফিক প্রো কোর্স আমাদের প্রধান কোর্স, যার বিশেষ সুবিধা আমাদের স্টুডেন্টদের প্রিমিয়াম মেম্বারশিপের মাধ্যমে কাজ শিখা এবং প্রফেশনাল ক্যারিয়ার শুরুর ক্ষেত্রে যাবতীয় সহযোগীতা দেওয়া হয়।

আমরা অন্যদের থেকে আলাদা কেন?

আমরা গতানুগতিক ট্রেইনিং সিস্টেমের বাহিরে নতুন কিছু করার চেষ্টা করছি, আমাদের কোন ব্যাচ সিস্টেম নেই, আমাদের স্টুডেন্টরা যতাদিন ইচ্ছা আমাদের অনলাইন টিমের সাথে যুক্ত থেকে প্রতিনিয়ত তার স্কিল ডেভেলপ করতে পারবেন। আমাদের কোর্সে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও যুক্ত হচ্ছে স্টুডেন্টদের প্রয়োজন এবং রিকোয়েস্ট অনুযায়ী।

 
আমাদের কোন অফিস বা ট্রেইনিং সেন্টার নেই কেন?

আমাদের উদ্দেশ্য শিক্ষাকে শহরের গন্ডি থেকে বের করে দেশের প্রত্যান্ত অঞ্চলে পৌঁছেদিয়ে ডিজটিাল শিক্ষা ব্যবস্থার উন্নতি করে ডিজিটাল বাংলাদেশ গড়ায় মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়নের অংশিদার হওয়া।  ট্রেনিং সেন্টারের মাধ্যমে যদি একই কোর্স করাই তহলে আমাদের কোর্সফি অনেক বেশি নিতে হবে এবং আপনাকে কোর্সফির বাহিরে বাড়তি যাতায়ত খরচ এবং সময় ব্যয় করতে হবে যার কোন টাই অনলাইন শিক্ষা ব্যবস্থায় প্রয়োজন হয় না।

এছাড়া এ ধরনের ক্রিয়েটিভ স্কিল ডেভেলপ করতে গিয়ে ট্রেইনিং সেন্টার থেকে বেশিরভাগ ছাত্র  ইন্টারেস্ট হারিয়ে ফেলে, কিন্তু আমাদের টিমে যে যোগ দিবে সে আগ্রহ হারানোর কারন নেই। এর প্রধান ২ টি কারন রয়েছে, প্রথমটি হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন শিখাকে করেছি সহজ বোধ্য, কোন প্রতিষ্ঠান এর থেকে সহজে ডিজাইন শিখাতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। আর দ্বিতীয় কারনটি হচ্ছে, আপনি যখন দেখবেন আপনার সাথের স্টুডেন্টরা রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমাদের গ্রুপ প্রজেক্ট থেকেই টাকা আয় করছে তখন আপনি ন্যাচারালি মটিভেটেড হবে নিজের স্কিল ডেভেলপ করার বিষয়ে।

আমাদের লক্ষ্য উদ্দেশ্যঃ

আমাদের মূল উদ্দেশ্য একটা যোগ্য ক্রিয়েটিভ কমিউনিটি তৈরী করা যারা আগামীর গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি লিড দিবে, সেটা হতে পারে দেশীয় কিংবা আন্তর্জাতিক মার্কেটপ্লেস সমূহে। আমাদের উদ্দেশ্য শুধু মাত্র কাজ শিখানোই নয় বারং আমাদের মেম্বারদের কিভাবে যোগ্য ডিজাইনার হিসাবে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখা। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ২ টি ওয়েবসাইট তৈরী করেছি একটি হলে ডাইরেক্ট মেইল নিঞ্জা,  যার মাধ্যমে শুধু মাত্র আমাদের ডিজাইনাররা তাদের ডিজাইন  ট্যামপ্লেট বিক্রি করতে পারবে। এটা অনেকটা গ্রাফিক রিভারের মত মার্কেটপ্লেস।

আর অন্য ওয়েবসাইট টি হচ্ছে ক্রিয়েটিভ ক্লেন টিম, এই ওয়েব সাইটে স্টুডেন্টদের মধ্যে যারা কাজ শিখার পর ফাইনাল এক্সামে কৃতকার্য হওয়া (৫ টি পূর্ণঙ্গ রিয়েল ক্লায়েন্ট প্রজেক্ট উইন করা, যে প্রজেক্টগুলো আমাদের সকল প্রিমিয়াম মেম্বারদের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে ) স্টুডেন্টেদের  সাটিফিকেট / বায়ো, প্রোটফলিও লিংক এবং  কন্টাক ইনফরমেশন থাকবে। যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী খন্ডকালীন কিংবা স্থায়ী ডিজাইনার নিয়োগের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। এছাড়াও এই টিমের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ক্রেয়েটিভ ক্লেনের পক্ষ থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হবে।

 

আমাদের সফলতাঃ

এখন পর্যন্ত আমাদের ২০ এর অধিক স্টুডেন্ট ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ৯৯ডিজাইন এর মত আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ শুরু করতে পেরেছে এবং আমাদের স্টুডেন্ট মোহাম্মাদ সোহেল বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড টেক্সমার্টে মে ২০১৮ থেকে গ্রাফিক ডিজাইনার হিসাবে নিয়োগ পেয়েছে।

Shopping Cart