থিমফরেষ্টের জন্য ওয়ার্ডপ্রেস শিখার বিষয়ে একটি ফেসবুক গ্রুপে মোহাম্মাদ আব্দল্লাহ নামের একজনের প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান এই উত্তর গুলো দিয়েছেন।
৫ টি বিষয় লক্ষ্য রাখবেন যদি আপনি ওয়ার্ডপ্রেস শিখতে চান
১। নামি-দামি সেলিব্রিটিদের কোর্স এড়িয়ে চলুন,
২। প্রডাক্ট নিয়ে কাজ করে এমন কোন টিমের সাথে জয়েন করুন (তারা যত ছোট-ই হোক) (প্রয়োজনে বিনা পারিশ্রমিকে সময় দিন),
৩। সর্বদা ভিডিও টিউটোরিয়াল এড়িয়ে চলার চেষ্টা করুন, বেশি বেশি আর্টিকেল পড়ে বুঝার চেষ্টা করুন,
৪। ডিজাইন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া জেনারেট করুন,
৫। অতপর আস্তে আস্তে ডেভেলপমেন্ট এর দিকে আগাতে থাকেন